সিআইইউতে বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট চালু

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসা অনুষদে চালু হয়েছে বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট কোর্স। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) হতে কোর্সটি অনুমোদন লাভ করে। ৪ বছর মেয়াদি এই কোর্সটি সিআইইউর জামাল খান ক্যাম্পাসে ট্রাইমেস্টার ভিত্তিতে পরিচালিত হবে যাতে একজন শিক্ষার্থীকে সর্বমোট ১৪০ ক্রেডিট অর্জন করতে হবে ডিগ্রি প্রাপ্তির জন্য। এতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানা গেছে।

এ কোর্স চালু প্রসঙ্গে সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের জানান, সিআইইউতে ইতিপূর্বে মার্কিন দাতব্য প্রতিষ্ঠান ইউএসএইড এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের সাথে যৌথ তত্ত্বাবধানে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্টে একটি ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছিল, যেখানে কাজ করতে গিয়ে আমরা দেখেছি দেশের সাপ্লাই চেইন খাতে একাডেমিক জ্ঞান সম্পন্ন মানবসম্পদের প্রচুর ঘাটতি রয়েছে। চট্টগ্রামে বন্দর এবং অফডকগুলোর উপস্থিতি, গভীর সমুদ্র বন্দর ও নতুন নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, নতুন নতুন শিল্পাঞ্চলের উপস্থিতি চট্টগ্রাম তথা সারা দেশের লজিস্টিক এবং সাপ্লাই চেইন খাতে নিকট ভবিষ্যতে প্রচুর দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের প্রয়োজন হবে। এইসব বিষয় বিবেচনায় রেখে আমরা স্নাতক পর্যায়ে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট কোর্সটি চালুর উদ্যোগ নিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুরস্কার শুভকর্মে দায়িত্ববোধ বৃদ্ধি ও নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকে
পরবর্তী নিবন্ধদক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান