পুঁজিবাজারে ভাবনা-চিন্তা করেই বিনিয়োগ করতে হবে আমাদের তরুণদের। গুজবে কান না দিয়ে রাতারাতি অধিক মুনাফা লাভের আশায় বিনিয়োগ করার ধারণা থেকেও সরে আসতে হবে তাদের। মনে রাখতে হবে, এই বাজারের প্রসার বৃদ্ধির সঙ্গে যেমন বাড়ছে সম্ভাবনা, তেমনি রয়েছে নিত্য-নতুন চ্যালেঞ্জ।
পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
সম্প্রতি সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে তরুণ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে পুঁজিবাজারে বিনিয়োগের ধরন, বিও অ্যাকাউন্ট, লেনদেন ও সূচক, বাজার পর্যবেক্ষণ, লাভ-লোকসান, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, আইপিও, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেট, ঋণ সুবিধা, স্টক একচেঞ্জসহ নানান বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লঙ্কাবাংলা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এবং আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন।
তিনি তার বক্তব্যে পুঁজিবাজার নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এই সেক্টরে আগামীতে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।
সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পুঁজিবাজারে একজন শিক্ষার্থীকে ভালো বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন।
দুই কৃতী শিক্ষার্থী রাহিম হোসাইন এবং সুমাইয়া তাহমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পুঁজিবাজার বিষয়ে আরও বক্তব্য দেন লঙ্কাবাংলা প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মিনহাজুল কবির, সিনিয়র এক্সিকিউটিভ তামজিদ উল্লাহ এবং কর্মকর্তা সাজিদ আবরার।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে পুঁজিবাজার নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা।