সিআইইউতে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের লড়াই

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

যুক্তির পিঠে যুক্তি। কথার পিঠে কথা। চলছে হারজিৎ। একটু পরপরই অডিটোরিয়াম ভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালি। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ‘সিআইইউ ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ২০২৩’ এর ফাইনাল রাউন্ডের চিত্রটা ছিল এবার এমনই। নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সম্প্রতি সিআইইউর ‘স্ল্যাস ডিবেটিং সোসাইটি’ স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

এতে এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে অংশ নেয়। এরপর ফাইনালে অংশ গ্রহণ করে দুটি দল। প্রতিযোগিতায় চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) চ্যাম্পিয়ন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি পাইওনিয়ার্স (এনএসটিইউডিএস) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা তার্কিকের পুরস্কার লাভ করেন সিইউএসডি’র সদস্য সাফওয়ান সায়েম।

এতে বক্তব্য রাখেন সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. শাহ আহমেদ, স্ল্যাস ডিবেটিং সোসাইটির উপদেষ্টা সহকারি অধ্যাপক আশিকুর রহমান, মডারেটর প্রভাষক রিফাত আহমেদ, শিক্ষক শারমীন আক্তার, ক্লাব সভাপতি ফাবিহা তাবাসসুম, সহসভাপতি জান্নাতুন নূর প্রমুখ। তারা জানান, এই ধরণের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে আগামি দিনে মুক্ত চিন্তার, যুক্তিবাদী ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। ফাইনালে বিচারক ছিলেন সাঈদ বিন মহিউদ্দিন, অর্জন ত্রিপুরা, মেহেদী রহমান নিকাশ এবং সাখাওয়াত হোসেন মজুমদার। শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থী সামি সাজিদ চৌধুরী এবং আফসানা জাহান ওয়াদুদ অনুষ্ঠান উপস্থাপনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নিজ টিচিং সেন্টার স্থাপনে চুক্তি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বনবিভাগের চেক পেলেন ১৫৪ জন উপকারভোগী