সিআইইউতে নেতৃত্ব ও কর্পোরেট দক্ষতা নিয়ে অনুষ্ঠান

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাশক্তি, দলগত নেতৃত্ব ও বাস্তবধর্মী কর্পোরেট দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে আয়োজিত হলো এক অভিনব প্রতিযোগিতা ‘কর্পোরেট সারভাইভাল : দ্য গ্লোবাল ক্যারিয়ার চ্যালেঞ্জ’।

বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসের মিলনায়তনে এই ইভেন্টের আয়োজন করে সিআইইউ অ্যাকাউন্টিং ক্লাব, সহযোগিতায় ছিল ইএসআই গ্লোবাল এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন বাংলাদেশ। উদ্বোধনী পর্বে ইএসআই গ্লোবালের প্রতিনিধিরা উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সুযোগসুবিধা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গ্লোবাল ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী দিকনির্দেশনা দেন, যা তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও প্রস্তুত করবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘ইভেন্ট কেওস বাজেট ব্যাটল’ নামের রোমাঞ্চকর প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় সাতটি দল। প্রতিটি দলকে সীমিত বাজেটের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্পোরেট ইভেন্ট পরিকল্পনা ও অপ্রত্যাশিত সংকট মোকাবিলার কৌশল প্রদর্শন করতে হয়। তাদের উদ্ভাবনী ভাবনা, সমস্যা সমাধান দক্ষতা ও উপস্থাপন মূল্যায়ন করেন সিআইইউ বিজনেস স্কুলের প্রভাষক উম্মে হুমায়রা এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ইনতেজার মেহবুব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী সেতুর যানজট নিরসনে চাই সমন্বিত উদ্যোগ