সিআইইউতে ডাউন সিনড্রোম সচেতনতা বিষয়ক আলোচনা সভা

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ব্লুম চিটাগাংয়ের উদ্যোগে ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ উপলক্ষে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি জামালখানের ব্লুম চিটাগাং (ডাউন সিনড্রোম থেরাপি সেন্টার) হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ডাউন সিনড্রোম সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর কাদের, ফ্রোবাল প্লে স্কুলের অধ্যক্ষ হাওড়া তেহসীন জোহের, চিটাগাং গ্রামার স্কুলের পরিচালক সেহেরিন ইস্পাহানি, রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর রোহেলা খান, ব্লুম চিটাগাংয়ের প্রতিষ্ঠাতা তাসনীম আবেদিন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আশিকুল মাহমুদ ইরফানসহ সিআইইউ সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দ, আশার আলো, রোটারি ক্লাব অফ চিটাগং রিভার সাইন, ব্লুম চিটাগাংয়ের শিক্ষিকা এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় তুলে ধরেন। ডাউন সিনড্রোমের উপর ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় এবং ব্লুম চিটাগংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মিনিসোর দ্বিতীয় স্টোর
পরবর্তী নিবন্ধ‘সাম্প্রদায়িক অপশক্তি রোধে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই’