শিক্ষার্থীদের তৈরি নানান ধরনের প্রজেক্ট নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ‘অটাক টেক ফেস্ট’। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব (আইসেক) সম্প্রতি নগরের জামালখান ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করে।
এতে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক আতিকুর রহমান, ফ্যাকাল্টি সদস্য সহকারী অধ্যাপক রুবেল সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় ১৫টি দল তাদের প্রজেক্ট নিয়ে হাজির হন। সেখান থেকে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের সবাইকে ক্রেস্ট এবং সনদ তুলে দেন অতিথিরা। প্রতিটি প্রজেক্টের বিষয় ছিল মৌলিক।
শিক্ষার্থীরা বাড়িতে রাত জেগে, গবেষণা করে এসব আইডিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছেন বলে জানান চ্যাম্পিয়ন দলের সদস্য প্রীতু ঘোষ। উপস্থাপনা করেন শিক্ষার্থী জয়ন্তীকা সিনহা। প্রেস বিজ্ঞপ্তি।











