জমকালো আয়োজন। হলরুম ভর্তি দর্শক। মুহুর্মুহু করতালি। গান, নাচ কিংবা কবিতা মুখর একটি দিন ঠাঁই হলো স্মৃতির পাতায়। সিআইইউতে অনুষ্ঠিত হলো ‘সিআইইউবিএস গ্র্যান্ড ফেস্ট ’। সম্প্রতি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিআইইউ বিজনেস স্কুল বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে কর্মসূচিতে ছিল মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় পর্বে অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ড. রোবাকা শামসের ও আনজুমান বানু লিমা। বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। পরে এই মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর শুভেচ্ছা বাণী পড়ে শোনান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি