শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে বেশি বেশি রিসার্চ বা গবেষণা সেলের দিকে মনোযোগ বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ২২তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এই কথা জানান তিনি।
এই সময় সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট মনোনীত সদস্য, বিভিন্ন স্কুলের (অনুষদ) উপদেষ্টা, ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিআইইউতে দুটি সার্টিফিকেট কোর্স প্রোগ্রাম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ক্লাসরুমের বাইরে ছাত্র-ছাত্রীদের দক্ষতা বাড়ানো, মানসম্মত শিক্ষক, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপর গুরুত্বারোপ, আগামি দিনের পরিকল্পনা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লুৎফে এম আইয়ুব, সৈয়দ মাহমুদুল হক, সিন্ডিকেট মনোনীত সদস্য-অধ্যাপক জাকির হোসাইন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার আনুজুমান বানু লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি