সিআইইউতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ৫:৩৯ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার।

সিআইইউ’র সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) ‘অ্যাডভান্সিং টুওয়ার্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং: বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামে নগরীর জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসিরি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি তার বক্তব্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষার মান ধরে রেখে বিশ্ব র‌্যাংকিং এ এগিয়ে আসার আহ্বান জানান।

এই সময় অধ্যাপক ড. মো. আবু তাহের আধুনিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও জার্নালের দিকে বেশি গুরুত্বারোপ করেন।

সিআইইউ’র শিক্ষার পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দিবেন বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন ইউজিসি সদস্য।

পরে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইটিএল-এর পরিচালক অধ্যাপক ড. এম এম নুরুল আবসার নাহিদ।

প্রধান অতিথির কর্মজীবন তুলে ধরেন সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ চৌধুরী খালেদ।

অনুষ্ঠান শেষে সিআইইউ’র বিভিন্ন স্কুলের সঙ্গে ডিন ও শিক্ষকদের সাথে কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন অধ্যাপক ড. মো. আবু তাহের।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ডাম্প ট্রাক ও এক্সকেভেটর জব্দ