সিআইইউতে ঈদ বাণিজ্যমেলা

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ঈদ বাণিজ্যমেলা সম্পন্ন হয়েছে। সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার দুইদিনব্যাপী এই বাণিজ্যমেলার উদ্বোধন করেন। এসময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ দর্শনার্থীরা এসময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিইআইএসডি) উদ্যোগে ব্র্যাক ব্যাংক তারা’র নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “উদ্যোক্তা ১০১” কোর্সের অংশ হিসেবে গত ২৩ ও ২৪ মার্চ এই বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি মানসম্পন্ন বিভিন্ন দেশি ব্রান্ডের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবী ও নানাবিধ পোশাক ও প্রসাধনী সামগ্রীর পাশাপাশি বিউটি শপ, ক্রোকারিজ ও খাবারের স্টল অংশগ্রহণ করে। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেন্টার ফর এন্টারপ্রেনারশিপের পরিচালক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বাইক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা
পরবর্তী নিবন্ধকথা দিয়েও পরিবারের সঙ্গে ঈদ করা হলো না সিপাহী বেলালের