চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ‘মাল্টিলেভেল ইনভার্টারস ফর সোলার পিভি অ্যাপ্লিকেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার। সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) সম্প্রতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইঞ্জিনিয়ারিং স্কুলের (অনুষদ) ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ারিং স্কুলের সহকারী অধ্যাপক রুবেল সেন গুপ্ত।
তিনি মডার্ন ইনভার্টার ডিজাইন, ক্রিটিক্যালিটি অব ইনভার্টার ডিজাইন, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ডিজাইন অব মাল্টিলেভেল ইনভার্টারসসহ নানান বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানের দ্বারকে বহুদূর এগিয়ে নিবে। প্রেস বিজ্ঞপ্তি।