সিআইইউতে সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিল। প্রফেসর নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লেকচারার আদনান কবির। প্রধান অতিথি বলেন, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা বিরাট চ্যালেঞ্জ। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে প্রান্তিক জনগণের দোরগোড়ায় পোঁছে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।