সিআইইউতে আইআইটিআইআরের উদ্বোধন এবং সনদ বিতরণ

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

সিআইইউতে যাত্রা শুরু করলো ইন্সটিটিউট অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (আইআইটিআইআর)। সম্প্রতি জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ এই উপলক্ষে আয়োজন করে আইআইটিআইআর উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বার্জার পেইন্টস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী প্রকৌশলী মো. কাওসার হাসান, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। সিআইইউ আইআইটিআইআরর পরিচালক এবং সহকারী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ড. রুবেল সেন গুপ্ত, ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারি অধ্যাপক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে একাডেমিয়া এবং শিল্পের মধ্যে দূরত্ব পূরণে শিক্ষার্থীদের কাছে জ্ঞান, দক্ষতা, গবেষণা এবং উদ্ভাবনের সমন্বয়ের উপর গুরুত্ব তুলে ধরা হয়। শেষে আইআইটিআইআর কোর্স সম্পন্নকারী ২৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসান আজিজুল হকের আগুনপাখি : দেশভাগের আখ্যান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত