চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম–২০২৩ সেমিস্টারের ‘সিআইইউ অ্যাডমিশন ডে’। গতকাল মঙ্গলবার জামাল খান ক্যাম্পাসে উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
এতে অটাম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ছাড়াও আরও ছিল ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস ট্যুর, স্কলারশীপসহ নানান কিছু। ছিল ভর্তি পরীক্ষায় টপ স্করারদের জন্য শতভাগ টিউশন ফি ওয়েভার।
পরীক্ষার হল ঘুরে দেখেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ড. শাহ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, আনজুমান বানু লিমা, সরকার কামরুল মামুন প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সিআইইউতে বিবিএ, এমবিএ, সিএসই, ট্রিপল ই (ইইই), ইটিই, বিএ ইন ইংলিশ, এম ইন ইংলিশ, এলএলবি, এলএলএম এবং এলএলএম ইন হিউম্যান রাইটস প্রোগ্রাম চালু রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি