সিংহ মামার বিয়ে হবে
পড়ল বনে ধুম
শেয়াল-হরিণ, বন মোরগের
নেই চোখেতে ঘুম !
নেমন্তন্ন দিতে শেয়াল
ছুটছে বাড়ি বাড়ি
সঙ্গে নিচ্ছে মণ্ডা-মিঠাই
পানতুয়ারও হাঁড়ি !
মিটি মিটি জ্বলবে জোনাক
সাজবে তরুলতা
সিংহ মামার বিয়ে বটে
নয় মামুলি কথা !
বন ময়ূরী পেখম মেলে
গায় ব্যাঙও যে গান
জলের কুমির, কাঠ বিড়ালি
খুশিতে আটখানা !
হিংসা – বিদ্বেষ, শত্রুতা -রেষ
মিটবে নাকি আজি
শেয়াল নিজে বিয়ের ঘটক
বাঘ মশাই যে কাজী !