আইসিসির অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তালিকায় সাকিব আল হাসানকে ধরে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চলতি বিশ্বকাপে ইনজুরির কারণে সাকিব আল হাসানের পক্ষে দলের শেষ দুই ম্যাচ খেলা হচ্ছে না তার। আপাতত অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন তিনি। তবে জায়গাটা আফগান অধিনায়ক ও স্পিনার মোহাম্মদ নবীর সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে তাকে। দুজনেরই রেটিং পয়েন্ট সমান ২৭১ করে। বাংলাদেশের শরিফুল ইসলাম ৭৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮তম স্থানে।