সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নতুন ব্রিজে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও ৭টায় এসব অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলো কঙবাজারের রামু থানাধীন চাকমারপুর ইউনিয়নের তেচ্ছিপুল গ্রামের মৃত রশিদ আহমেদের ছেলে আবদুর রহিম (২০) ও টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী গ্রামের মৃত মাহমুদ উল্লাহর ছেলে নুরুল আলম (৩৭)। আবদুর রহিমের কাছ থেকে ৫ হাজার এবং নুরুল আলমের কাছ থেকে ৫শ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মোজাম্মেল হক নতুন ব্রিজ এলাকার যাত্রী ছাউনি এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ আবদুর রহিম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে নতুন ব্রিজে সন্নিকটস্থ আরেক অভিযানে ৫শ ইয়াবাসহ নুরুল আলমকে গ্রেপ্তার করে বন্দর সার্কেলের পরিদর্শক সিরাজুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী ও বন্দর সার্কেলের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৌলবাদী গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে
পরবর্তী নিবন্ধইসলামের মর্মবাণী তুলে ধরাই আলেমদের কাজ : বাবুনগরী