সাড়ে ৪ মাসেও বৃদ্ধের পরিচয় মিলল না

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৭ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মানুষটির পরিচয় সাড়ে ৪ মাসেও মিলেনি। আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ গত বছরের ২৬ জুলাই বাকলিয়া থানাধীন ৫ নং ব্রিজের সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ সেপ্টেম্বর মারা যান। গতকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

অজ্ঞাতনামা বৃদ্ধের দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। মাথায় লম্বা চুল, মুখমণ্ডল লম্বাটে। মুখে কাঁচা পাকা দাড়ি ও গোঁফ ছিল। মৃতের গলায় দুটি তাবিজ ছিল। কেউ লোকটির পরিচয় পেলে বাকলিয়া থানায় অথবা ০১৩২০০৫২৬২৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুলগাঁও প্রত্যাশা ক্লাবের কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধইউএনওর হস্তক্ষেপ কাথরিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে ‘সমঝোতা’