স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, দেশের যেসব পৌরসভা সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে সে সব পৌরসভাকে মানোন্নয়নের আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় মহেশখালী পৌরসভা ‘খ’ শ্রেণী হতে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে। ফলে আগামীতে মহেশখালীতে সাড়ে ৩ শত কোটি টাকার উন্নয়ন কাজ হবে। গতকাল বিকালে মহেশখালী পৌরসভার আয়োজনে নাগরিক সমাবেশ ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।