লোহাগাড়ায় আগাছা পরিষ্কারের আগুনে পুড়েছে মাড়াইয়ের জন্য স্তূপ করে রাখা ধানসহ খড়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু নাছের চৌধুরী উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রূপবান পাড়ার মৃত আলতাফ মিয়ার পুত্র।
ক্ষতিগ্রস্ত আবু নাছের চৌধুরী জানান, একই জায়গায় প্রায় ১৮ কানি জমিতে ধান চাষাবাদ করেন তিনি। এরমধ্যে প্রায় সাড়ে ১৫ কানি জমির ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করে রাখা হয়। ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী জমির এক কৃষক জমির ধান কাটার পর স্তূপ করার প্রস্তুতি হিসেবে আগাছা পোড়ানোর জন্য আগুন দেন। এ সময় অসাবধানতাবশত আগাছা থেকে পার্শ্ববর্তী মাড়াইয়ের জন্য রাখা স্তূপে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখার চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।












