সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

লকডাউন অমান্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত সীমিত পরিসরের তিনদিনের লকডাউনের গতকাল শেষদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে লকডাউন অমান্য করায় ১৫ মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দিনভর প্রশাসনের ৮ জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। অভিযানে আবাসিক হোটেল, রেস্তারাঁ ও খাবারের দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ না করাসহ স্বাস্থ্য বিধি সঠিকভাবে প্রতিপালন না করায় জরিমানা করা হয়। খুলশী এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। ৮ মামলায় তিনি মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া চান্দগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, হালিশহর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এক মামলায় এক হাজার টাকা, চকবাজার ও বাকলিয়া এলাকায় ৩ মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এক মামলায় এক হাজার টাকা আদায় করেন। অন্যদিকে আগ্রাবাদ ও ডবলমুরিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন এবং কোতোয়ালি ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ২ মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষকে মনুষ্যত্ববোধের দীক্ষা দেয় সূফীবাদ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অগ্নিদুর্গত ২২ পরিবারকে খাদ্য সহায়তা