সাড়ে চার হাজার কোটি টাকায় সৌদি ক্লাবে মেসি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বিশ্ব ফুটবলের ট্রান্সফার মার্কেটে রীতিমত ঝড় তুললেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকার পেছনে সৌদি ক্লাব আল হিলাল খরচ করতে যাচ্ছে বছরে ৪০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবকিছুই থাকছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছে আরব ভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গাজেত্তে ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা ‘এএফপি’ জানায়, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি। ইতোমধ্যে চুক্তিটি প্রায় চূড়ান্ত। কেবল অফিসিয়াল ঘোষণাটা বাকি। গত মাসে অবশ্য গুঞ্জন উঠেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসির সঙ্গে চুক্তি করতে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছে। সাতবার ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তারা। মেসি যদি এই চুক্তি মেনে নেয় তাহলে আবারও একই পেশাদার লিগ টুর্নামেন্টে দেখা মিলবে মেসিরোনালদো দ্বৈরথের। যেই দ্বৈরথের দেখা পাওয়া এখন অনেকটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর। তবে সেখানে মেসি যোগ দিলে বিশ্ব ফুটবলে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সৌদি আরব।

পূর্ববর্তী নিবন্ধচুকবল লিগে অংশগ্রহণকারী দলগুলোর জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধমাস্টার্স টি-২০ ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আজ