সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আদিভূমি চট্টগ্রাম

চবি নাট্যকলা বিভাগের অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে দিনব্যাপি ৫ম নাট্যোৎসব গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ক্যাস্পাসের উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। আলোচক ছিলেন সাংবাদিক আবুল মোমেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আদিভূমি এ চট্টগ্রাম। প্রতিমন্ত্রী চবির এ উন্মুক্ত মঞ্চকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার ক্ষেত্রে সকল প্রকার সহায়তা প্রদানের ঘোষণা দেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের যেমন আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠতে সাহায্য করে তেমনি তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চবি নাট্যকলা বিভাগের প্রভাষক মামুনুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মো. সোলায়মানকে নাট্যজন শান্তনু বিশ্বাস স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তকে শান্তনু বিশ্বাস রচিত পুস্তক উপহার প্রদান করেন প্রয়াত শান্তনু বিশ্বাসের সহধর্মিণী শুভ্রা বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ মানব সম্পদ দেশের উন্নয়নের চালিকা শক্তি
পরবর্তী নিবন্ধআবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন এস আই টুটুল