সাহিত্য-সংস্কৃতি ইতিহাস নিয়ে আরো বেশি কাজ করার ওপর গুরুত্বারোপ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভায় চট্টগ্রামের সাহিত্যসংস্কৃতি ইতিহাসঐতিহ্য নিয়ে আরো বেশি কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রবন্ধগবেষণায় ‘চট্টগ্রাম একাডেমিশিল্পশৈলী পুরস্কার’ প্রদানের তারিখ ৩০ নভেম্বর শনিবার নির্ধারণ করা হয়। এ উপলক্ষ্যে শিল্পশৈলীর বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

গত ১২ নভেম্বর একাডেমির পরিচালক সংগঠক সৈয়দা রিফাত আকতার নিশুর সভাপতিত্বে ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, লেখক সংগঠক জাহাঙ্গীর মিঞা, লেখক সংগঠক এস এম আবদুল আজিজ, কবি শারুদ নিজাম, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি সুলতানা নুরজাহান রোজী, লেখক এসএম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, গল্পকারঅনুবাদক ফারজানা রহমান শিমু, কবিছড়াকার আবুল কালাম বেলাল ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। সভায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে, একাডেমির এ মাসের সাহিত্য আড্ডা ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আড্ডার তত্ত্বাবধান করবেন পরিচালক কবি সুলতানা নুরজাহান রোজী। পরবর্তী ডিসেম্বরের আড্ডার তত্ত্বাবধান করবেন পরিচালক কবি বাসুদেব খাস্তগীর। একাডেমির মেম্বার ডিরেক্টরি প্রকাশ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করে বলা হয়, যেসব সদস্য এখনো কোনো তথ্য প্রদান করেননি, তাদের দ্রুত উপ কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার দাবি
পরবর্তী নিবন্ধসবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চাই