সাহিত্য মানস গঠনে ভূমিকা রাখে

লেডিস ক্লাবের সাহিত্য আসরে আলোচকরা

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভায় আলোচকরা বলেন, সমাজকে আলোকিত ও মানস গঠনে সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। আজকের ঘটনাবলি প্রবন্ধ, নিবন্ধ, গল্পউপন্যাস, কবিতায় প্রকাশ করা সাহিত্যিকের কাজ। আগামীর জন্যই সমসাময়িক বিষয়আশয় সাহিত্যে তুলে আনতে হয়। এবং তা শিল্পসম্মতভাবেই আনতে হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম জানতে পারে তার অতীত সম্পর্কে। একই সাথে উন্নত মানস সৃষ্টিতে বই পঠনে গুরুত্ব দিতে হবে। অপরাপর সাহিত্যিক রচনা ধারণায় নিয়ে নিজের সৃষ্টি কর্মে নিবেদিত হতে হবে।

গতকাল বুধবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল।

ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, সহ কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সহ সাংগঠনিক সদস্যা রোকসানা আকতার চৌধুরী, সদস্যা সেলিনা আক্তার, নাসিমা শওকত, রোকেয়া জামান, মুনিরা হুসনা, মরিয়ম বেগম মিনা , লায়লা বেগম, লায়লা ইব্রাহিম বানু, নাজনীন আরা, আশরাফুন্নেসা, ফেরদৌস আরা বেগম, রওশন আক্তার, মর্জিনা আখতার, রোকেয়া আহমেদ। স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপিকা আলেয়া চৌধুরী ও সঙ্গীত পরিবেশন সদস্যা খালেদা আক্তার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধশাস্তি পেলেন দুই উইন্ডিজ ক্রিকেটার