সাহিত্য ও সংস্কৃতি চর্চা মানুষকে আলোকিত করে

নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত বলেছেন, সংগীত মানব জীবনে প্রাণের খোরাক। একটা মানুষের জীবনে গীতবাদ্যনৃত্যের সমন্বয় ঘটলে সে মানুষ কখনও অন্ধকার জগতে যেতে পারে না। সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের জীবনকে আলোকিত করে।

গত ৪ মে টিআইসি মিলনায়তনে নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন। সংগীত নিকেতনের উপদেষ্টা অ্যাড. শুভাশীষ শর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ ওয়ায়েজ। প্রধান বক্তা ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন সুচিত্রা গুহ টুম্পা ও অ্যাড. অসিত দত্ত। সংবর্ধিত অতিথিরা হলেন উস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া, তবলা প্রশিক্ষক সুদীপ সেনগুপ্ত, নৃত্যশিল্পী শারমীন হোসাইন, নৃত্যশিক্ষক অর্পিতা দাশ, সংগীত শিল্পী তপন নয়ন আচার্য। সিপন বণিক ও শিবু দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমী চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী ও প্রীতম আচার্য। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটির সড়কে ১০ হাজার গাছ লাগাবে সওজ