এই দুনিয়ায় কত ধরনের নেশা আছে কিন্তু যাদের সাহিত্যের নেশা পেয়ে বসেছে শুধু তারাই বলতে পারবে তা তাদের কতটা আছন্ন করে রাখে। বেশির ভাগ নেশা অর্থ, স্বাস্থ্য এবং জীবন বিপন্নকারী কিন্তু যাদের আছে সাহিত্যে–প্রেম, সাহিত্যের প্রতি নেশা তারা পাল্টে দিয়েছে নিজেকে, তারা সত্য ও সুন্দরের পুজারী। সাহিত্য রস যে একবার পান করেছে সে বারবার তার কাছে ফিরে যায়। অনেকের কাছে রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক, একটা মোহের মত। সে গল্প, কবিতায়, ডুবে কল্পনাতে মিলেমিশে একাকার গড়ে তুলে আপন এক জগত হয়।
আবার কেউবা জীবনানন্দের দাশের কবিতার মাঝে হারিয়ে যায়। তার উপমার মাঝে খুঁজে ফেরেন বনলতা সেনকে, অথবা বাংলার অপরূপ সৌন্দর্য তার কাছে নতুন রূপে ধরা দেয় যা তার রুচিবোধকে আরো জাগ্রত করে। সাহিত্যপ্রেমীরা সাধারণত নরম মনের মানুষ হয়, যারা সত্যিকারের সাহিত্যপ্রেমী তাদের কাছে দুনিয়ার লোভ লালসা নিতান্তই তুচ্ছ, তার জন্য বাউল সাধকরা সংসারের মোহ– মায়া ত্যাগ করে সাহিত্য প্রেমের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে। তারা কণ্টকময় পথে খুঁজে পায় স্বর্গীয় কমলের অনুভূতি, বিদঘুটে পরিবেশ পায় হাসনাহেনার সুবাস, ধু–ধু মরুর বুকে খুঁজে পায় সবুজের সন্ধান, সে যেন স্বর্গীয় উদ্যানে হেঁটে চলে। অনুভব করে স্বর্গীয় সুখ। কামনা করে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ।