সাহিত্যবিশারদ বাংলা সাহিত্যের ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছেন

পটিয়ায় বাংলা একাডেমির মহাপরিচালক আজীবন সম্মাননা গ্রহণ করলেন কবি রাশেদ রউফ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৬ পূর্বাহ্ণ

বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, পটিয়া প্রেস ক্লাব, মালঞ্চ গৌরব সংসদ, শাপলা কুঁড়ির আসরসহ বিভিন্ন সংগঠন।

গতকাল শুক্রবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণানুষ্ঠান, আজীবন সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। এতে শিশু সাহিত্যিক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ। বিশেষ অতিথি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রহিম শাহ, কবি ইউসুফ রেজা, সমাজসেবক প্রদীপ কুমার বিশ্বাস, কবিসাংবাদিক শিবু কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন। স্বাগত বক্তব্য দেন, সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন অরিত্রি বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, সাহিত্যবিশারদ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলা সাহিত্যের অনেক লুপ্ত পুঁথিসাহিত্য সংগ্রহ করে আমাদের সাহিত্য ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছিলেন। বলতে গেলে সাহিত্যের ইতিহাস থেকে মুছে যাওয়া অনেক কবির লেখা ও কবির নাম তিনি সেদিন পুনরুদ্ধার করেছিলেন। সেদিন তার এ অবদানের কারণে বাংলা সাহিত্যের চলমান স্রোতধারা পাল্টে গিয়েছিল। তিনি আরো বলেন, শিশুসাহিত্যিক কবি রাশেদ রউফ আমাদের সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তাঁকে সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা প্রদান করায় তরুণ কবিরা অনুপ্রাণিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি চালকের সততা সেই ডায়মন্ড রিংয়ে বাগদান
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হবে