সাহিত্যচর্চা ও বইপাঠ ছাড়া মানবাত্মা আলোকিত হয় না

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে এম এ সালাম

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম রবীন্দ্রনাথের কথা তুলে ধরে বলেন, রাজনীতিটাই তো সাহিত্য। জ্ঞানের কথা সাহিত্য নয়, ভাবের কথাই সাহিত্য। জ্ঞানের আবেদন একবারেই ফুরিয়ে যায় কিন্তু ভাবের কথা ফুরায় না। মূলত রাজনীতি ও সাহিত্যের মধ্যে একটি অবিমিশ্রিত সম্পর্ক রয়েছে। একে আলাদা করা যাবে না। যারা কবি-সাহিত্যিক তারাও এক ধরনের রাজনীতিবিদ। নির্মলেন্দু গুণের ভাষায় বঙ্গবন্ধু যদি রাজনীতির কবি হতে পারেন সাহিত্যিকরা কেন রাজনীতিবিদ হবেন না? রাজনীতিবিদ ও সাহিত্যিকরা মানুষের জন্যই কাজ করেন। মানুষের কথা নিজেদের মধ্যে ধারণ করে আবার তা নিজের মতো করে মানুষের কাছে প্রকাশ করাই সাহিত্যের কাজ। সৃজনশীলতা অত্যন্ত কঠিন একটি কাজ। যান্ত্রিক সভ্যতার বিকাশের ফলে সৃজনশীলতা হ্রাস পাচ্ছে। নষ্ট হচ্ছে ভাবাবেগ। হাজার বছরের সাহিত্য চর্চাকে ধরে রাখতে হবে। কালের সাথে তাল মিলিয়ে সাহিত্য রচনা করতে হবে। সাহিত্যচর্চা ও বইপাঠ ছাড়া মানবাত্মা আলোকিত হয় না। মানুষের মতো মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব ও মানবিক গুণাবলি থাকতে হবে। তার জন্য দরকার সাহিত্য রচনা ও পাঠ। যে সাহিত্য ভালোবাসে না সে মানুষও নয়। তার ভেতরে মানবিক গুণ থাকে না। সাহিত্য চর্চা কমে যাওয়ার ফলে বর্তমানে সমাজে অবক্ষয় বাড়ছে। নতুন প্রজন্মকে বইমুখী করতে হবে। তাদের লাইব্রেরিতে পাঠাতে হবে।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল সোমবার ২৮ তম দিনে ‘রাজনীতিবিদদের সাহিত্য ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু। ধন্যবাদ জ্ঞাপন করেন, অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। সেমিনারে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক নেছার আহমদ, আবু মুসা চৌধুরী, আজিজ রাহমান, নিশাত হাসিনা শিরীন, ইফতেখার মারুফ, মনজুর আহমেদ, মিলন বনিক, বিচিত্রা সেন, শিরীন আফরোজ, তসলিম খাঁ, সুপ্রতিম বড়ুয়া, এস এম আবদুল আজিজ, গোফরান উদ্দীন টিটু, এস এম মোখলেসুর রহমান, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, এম কামাল উদ্দিন, মহসীন চৌধুরী, জসীম উদ্দীন খান, পিংকু দাশ, আবিদা সুলতানা চৌধুরী, শেখ মইনুল হক জোসেফ, গৌরী প্রভা দাশ, শিপ্রা দাশ, শিউলী নাথ, ইসমাইল জসীম, অপু বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, মল্লিকা বড়ুয়া, আজিজা রূপা, গৌতম দীপঙ্কর, সৌভিক চৌধুরী, শওকত আলী, রেজাউল করিম স্বপন, আরিফ রায়হান কায়কোবাদ, আবদুল্লাহ আল ফয়সল, ওমর ফারুক জীবন, ফেরদৌস আহমদ, আয়মান রউফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানকে সমাদৃত করেছেন শিল্পী গফুর হালি