সাহায্যের আবেদন

| শনিবার , ৮ মে, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

হালিশহর টু মার্কেট ৩ নং রুটে টেম্পু চালান মো. মামুন। দুই সন্তানের জনক। ছোট্ট একটি বাসা নিয়ে সংসার পেতেছেন শহরে। লক্ষ্মীপুরের বাসিন্দা মামুনের আশা ছিল সন্তানদের লেখাপড়া করাবেন। মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন। কিন্তু মামুনের শরীরে বাসা বেধেছে মরণব্যাধি ক্যান্সার। ব্লাড ক্যান্সার আক্রান্ত মামুন তার সন্তানদের গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন তা কি অপূর্ণ থেকে যাবে ? লড়াই করছেন এখন নিজের জীবন নিয়ে। গাড়ি চালাতে পারেন না এখন। সেলাইয়ের কাজ করে সংসার চালান স্ত্রী। চিকিৎসার খরচ যোগাতে ইতোমধ্যে যা ছিল সবই শেষ করেছেন। সামনের দিনগুলোতে অন্ধকার দেখছেন সবই। ছোট্ট দু’টি সন্তানের জন্য বেঁচে থাকতে চান মামুন। তাই সাহায্যের আবেদন জানিয়েছেন বিত্তবানসহ সহৃদয়বানদের কাছে। ০১৮৩৪-৯৮২৫২৩ নম্বরে বিকাশের মাধ্যমে সাহায্যের টাকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নানা কর্মসূচি আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাড়ে ৩ হাজার মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ