হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবীদের নিয়ে সমালোচনা বা কোনো প্রকার বিরূপ মন্তব্য করার সুযোগ কারও নেই। কারণ মহান আল্লাহতালা নিজেই বলেছেন, তিনি সাহাবীদের উপর সন্তুষ্ট। তিনি আরও বলেছেন, মহানবী (সা.) ও তার সাহাবীদের জীবন–কর্ম অনুসরণ করা হচ্ছে সঠিক পথ। আমাদের সকলকে আল্লাহর সঠিক পথে থাকতে হলে রাসুল (সা.) ও তাঁর সাহাবীদের জীবনাদর্শ আকড়ে ধরে জীবন কাটাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশী। অন্যদের মধ্যে মুফতি মুশতাকুন্নবী কাশেমী, মুফতি হামিদ জহিরী, মুফতি মুজিবুল হক ফরায়েজী ও মাওলানা গাজী বেলাল উদ্দীন নানুপুরী আলোচনা করেন।
 
        
