‘জনগণ, সমৃদ্ধি, শান্তি এবং পরিবর্তনশীল পৃথিবীর জন্য পূর্ব প্রস্তুতি-এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে ৫ম বারের মত শুরু হলো ছায়া জাতিসংঘ সম্মেলন। দৃষ্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার থিয়েটার ইন্সটিটিউটের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক রাষ্টদূত ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, চমেবির উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৃষ্টির সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, প্রিয়ম দাশ, রিদোয়ান আলম আদনান ও সম্মেলনের মহাসচিব মুন্না মজুমদার।
প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, সাহসিকতার চর্চা শুরু হতে হবে পরিবার থেকে। সাহস শিক্ষার্থীদের বড় চিন্তা ও স্বপ্ন দেখতে শেখাবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বড় কিছু হতে পারবে।
মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, কূটনীতি মানেই হলো এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্বপূর্ণ সমপর্ক তৈরি করা, দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে নিষপত্তি করা। কূটনৈতিক হিসেবে, সার্বিক পরিস্থিতি সাহসিকতার সাথে নেতৃত্ব দিতে হবে। ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, উপযুক্ত নেতৃত্ব থাকলেই নিজের পরিবার, সমাজ তথা দেশের উন্নয়ন হবে, এগিয়ে যাবে দেশ। অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশকে আপনারাই নেতৃত্ব দিতে পারবেন। ৩ দিন ব্যাপী এই সম্মেলন আজ ও কাল ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












