সালেহ কার্পেট মিলের সম্পত্তিতে রিসিভার নিয়োগ স্থগিত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মেসার্স সালেহ কার্পেট মিলস লিমিটেড নামের সম্পত্তিতে রিসিভার নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। গত ১৪ মার্চ বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট শুনানি শেষে এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও আইনজীবী টি এম শাকিল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমারসহ চারজন সহকারী এটর্নি জেনারেল।

এর আগে রিসিভার নিয়োগের বিরুদ্ধে সালেহ কার্পেট মিলস লিমিটেডের মালিক পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও রেজিস্টার্ড আমমোক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী রিটটি করেন। গত ২৪ এপ্রিল সালেহ কার্পেট মিলস লিমিটেড নামের সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে চট্টগ্রামের অর্থঋণ আদালত। এ সংক্রান্ত আদেশে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সম্পত্তি দেখভাল করবেন।

আদালত সূত্র জানায়, মেসার্স সালেহ কার্পেট মিলস লিমিটেডের বিরুদ্ধে ২০০৮ সালে ১শ কোটি টাকার জারি মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অধিবেশন
পরবর্তী নিবন্ধসাকিব-সোহানের জুটিতে প্রতিরোধ