সালিশি বৈঠকে মারধর, যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সালিশি বৈঠকে মারধরের শিকার হয়ে আবু বক্কর বাবুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল ধর্মপুর ইউনিয়নের কারকন সিকদার বাড়ির নুরুল আলমের ছেলে। বুধবার রাতে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা নুরুল আলম।
সালিশী বৈঠকে উপস্থিত থাকা ধর্মপুর ইউপি সদস্য জাহেদুল আলম সাংবাদিকদের বলেন, নুরুল আলম এবং মাহবুব মাস্টার প্রতিবেশী। পরস্পরের পরিবারের সদস্যদের তাবিজ-কবজ করার সন্দেহে দুই পরিবারের মধ্যে সম্প্রতি বিরোধ শুরু হয়। গত মঙ্গলবার রাতে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিরোধ মিমাংসার বৈঠকে দুই পরিবারকে মিটমাট করিয়ে দেয়া হয়। আমরা বৈঠক শেষে বের হয়ে যাওয়ার এক পর্যায়ে মাহবুবের ছেলে আরাফাত ক্ষুব্ধ হয়ে আবু বক্করকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের পর রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবু বক্কর। গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চলছে।

পূর্ববর্তী নিবন্ধভেঙে পড়ছে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধরায়ে স্তম্ভিত হিমুর মা-বাবা