সালাউদ্দিন রেজা সভাপতি দেবদুলাল সা. সম্পাদক

চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচন

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের ২০২৩২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবদুলাল ভৌমিক।

গতকাল রাত ৯টায় বঙ্গবন্ধু হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।

নির্বাচনে চৌধুরী ফরিদ সিনিয়র সহসভাপতি, মনজুর কাদের মনজু সহসভাপতি, শহীদুল্লাহ শাহরিয়ার যুগ্ম সম্পাদক, রাশেদ মাহমুদ অর্থ সম্পাদক, নাসির উদ্দিন হায়দার সাংস্কৃতিক সম্পাদক, সোহেল সরওয়ার ক্রীড়া সম্পাদক, কুতুব উদ্দিন গ্রন্থাগার সম্পাদক, আল রাহমান সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, খোরশেদুল আলম শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চারজন কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে সোহেল সরওয়ার সর্বোচ্চ ১৯১ ভোট পেয়েছেন।

গতকাল ৩১ ডিসেম্বর শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। ২৬৬ জন ভোটারের মধ্যে ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

পূর্ববর্তী নিবন্ধইডিইউ স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুদের মেধা যাচাই পরীক্ষা
পরবর্তী নিবন্ধ‘ব্যবসায়ীদের সহযোগিতায় সবসময় পাশে থাকবে চট্টগ্রাম চেম্বার’