সালাউদ্দিন জঙ্গীর ইন্তেকাল

ইডিইউর শোক

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলার প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক ও ন্যাপ নেতা সালাউদ্দিন জঙ্গী চৌধুরী (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ভোররাত ৩.২০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে গরীবুল্লাহ শাহ মাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি অবিভক্ত ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম এল এ চৌধুরীর ছেলে এবং সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের চাচাতো ভাই।
সালাউদ্দিন জঙ্গীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান, ইডিউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, ইডিইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাঈদ আল নোমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেনু প্রভা বিশ্বাস
পরবর্তী নিবন্ধইরাকে ঐতিহাসিক সফরে পোপ ফ্রান্সিস