সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সাক্ষ্যদানকারী আটক

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী সাজানো মামলায় বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানকারী নুরুল আবছার (৭৬) আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের পুত্র। এলাকাবাসীর দাবী, তিনি দীর্ঘ দিন ধরে রামুর ওই বাড়িতে আত্মগোপন করে ছিলেন। খবর বাসসের।রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল আবছার বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছেন।

রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
পরবর্তী নিবন্ধআইনজীবী আলিফ হত্যা মামলা, ১১ আসামির জামিন নামঞ্জুর