সালমা বললেন হারলে নানা প্রশ্ন উঠে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

কদিন আগে আরব আমিরাত থেকে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলাদেশ নারী দল। এরপর নিজেদের মাঠে এশিয়া কাপের শুরুটাও করেছিল দারুণভাবে। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে একই ব্যবধানে হেরেছে পাকিস্তানের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে ৭০ রান করে টাইগ্রেসরা। সর্বোচ্চ ২৪ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। কিন্তু তিনি ব্যাট করতে নামেন ছয় নম্বরে। সংবাদ সম্মেলনে প্রশ্ন এলো তার ব্যাটিং পজিশন নিয়ে। এলো আরও অনেক প্রশ্ন। জবাবে সালমা বললেন জিতলে এত প্রশ্ন আসতো না। হারলে নানা প্রশ্ন উঠে। তিনি বলেন, আসলে স্বাভাবিকভাবে বৃষ্টির পর যখন খেলা শুরু হয়ে গেছে তখন কিন্তু রোদ চলে আসে। তখন উইকেট অনেক শুকনো হয়ে গেছে । আর পাকিস্তান যখন ব্যাট করেছেতখন তারা আরামসেই খেলে নিয়েছে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে রানের জন্য মাথাকুড়ে মরেছে সেখানে সেখানে বাংলাদেশের বোলাররা তলে নিতে পেরেছে মাত্র ১ উইকেট। সালমা বলেন, আসলে কে কোন পজিশনে খেরবে সেটা টিম ম্যানেজম্যান্ট নির্ধারন করে। দলের স্বার্থে এবং দেশের জন্য যাকে যেখানে খেলানো দরকার মনে করে সেখানেই খেলান কোচ । আর এই কারণেই আমাকে ছয় নম্বরে নামানো হয়েছে। আসলে কথা হচ্ছে আজকে আমাদের দিন খারাপ গেছে। যে কারণে এত প্রশ্ন আসছে। আমরা যখন জিতি তখন এত প্রশ্ন আসে না।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল মেম্বার্স দাবা লিগের পুরস্কার বিতরণী সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে চাই পরিকল্পিত আবাসন