সালমান, শায়ানের বিরুদ্ধে বিটিআরসির মামলা

৫৬৮ কোটি টাকা আত্মসাৎ

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে টেলিযোগযোগ খাতের নিয়ন্ত্রয়ক সংস্থাবিটিআরসি। বৃহস্পতিবার রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর্স ফোরামের সদস্য। খবর বিডিনিউজের।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলছেন, মামলায় সালমান এফ রহমান, তার ছেলেসহ ২৭টি আইজিডব্লিউ অপারেটরকে আসামি করা হয়েছে। বিটিআরসি থেকে জানানো হয়েছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিদেশ থেকে কোনো ফোন কল এলে সেগুলোকে দেশি অপারেটরে স্থানান্তরের জন্য বিগত সরকারের আমলে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আইজিডব্লিউ অপারেটরস ফোরামের বিরুদ্ধে টাকা না দিয়ে চলে যাওয়া এবং অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। গেল ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে আইসিএঙ, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্সধারী ‘দলীয় অপারেটরদের’ অনেকে সরকারের ২ হাজার কোটি টাকার বেশি অনাদায়ী রেখে কোম্পানি বন্ধ করে চলে গেছেন বলে অভিযোগ করেন।

আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণ করার জন্য ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম বা আইওএফ’ নামে একটি জোট গঠনের কথা তুলে ধরেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধশরতে মুগ্ধতা ছড়াচ্ছে খাগড়াছড়ির ঝরনা