সালমান আজও সবার স্বপ্নের নায়ক

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

দেশীয় সিনেমার আধুনিকতা এবং হাল ফ্যাশনের রূপকার ছিলেন সালমান শাহ। সাবলীল অভিনয় গুণে অতি অল্প সময়ে দর্শকদের হৃদয়ে পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিতে সক্ষম হন তিনি। আজও তার অভিনীত কোনো সিনেমা বা গানের দৃশ্য দেখলে নিজের অজান্তে দুই চোখ অশ্রুসিক্ত হয়। অকালপ্রয়াত অভিনেতার কথা মনে পড়লে আজও ভক্তদের বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে! বেঁচে থাকলে গতকাল মঙ্গলবার বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর বয়স হতো ৫৩ বছর। খবর বাংলানিউজের। হয়তো এই বয়সেও অজস্র ভক্তদর্শকদের অভিনয় মুগ্ধ করতে পারতেন তিনি। কিন্তু তা আর হলো না। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে চলে যেতে হয়েছে। তাকে ছাড়াই ২৭ বছর ধরে প্রিয় নায়কের জন্মদিন পালন করছেন সালমানভক্তরা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় সম্ভান্ত মুসলিম পরিবারে সালমান শাহ জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তার মা নীলা চৌধুরী এক সময়ে রাজনীতি করতেন।

পূর্ববর্তী নিবন্ধ‘অন্তর্জাল’র প্রমোশনাল গান প্রকাশ
পরবর্তী নিবন্ধঢাকায় গাইবেন লাকি আলি ও হাসান রাহিম, থাকছেন অর্ণব