সালমানের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শাবনূর

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নাম জড়িয়ে ‘বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য’ প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর। সালমানের একসময়ের নায়িকা শাবনূর ভিত্তিহীন গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধও করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। পোস্টে শাবনূর বলেন, আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। প্রয়াত সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহঅভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেছেন, আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। খবর বিডিনিউজের।

সালমানের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো ঋতুপর্নারা
পরবর্তী নিবন্ধমুক্তধ্বনি আবৃত্তি সংসদের কবি জীবনানন্দ উৎসব