সালতামামি

পারভীন আকতার | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

বিশ-বিশ। খুবই চয়েসবল সাল ছিল পুরো পৃথিবীর। আমার মনেও উঁকি দিয়েছিল নতুন আশার ডাল-পালা -আহা!বিশ/বিশ। বছরের শুরুতেই কেন জানি আমার মন খারাপ হয়, খুব খারাপ! কারণ একটাই, সদ্য অতীত হওয়া বছরটিতে জড়িয়ে থাকা সুখ দুঃখ হৃদয়ে নাড়া দেয়, পাওয়া না পাওয়ার ঘন ব্যথা আর সুখে। তবুও কালের প্রবাহ মেনে নতুন বছর বরণ করি। বেশ উচ্চাশা, যদি নতুন কোন সম্ভাবনার দ্বার খুলে যায়? আশায় থাকি সততার বলে। বেশকিছু দারুণ মননশীল মানুষ হারিয়েছি যা অস্ফুট ব্যথা শীতের চেয়েও তীব্র। যেতে হবে বলেই বিশ-বিশ ও বিষে ভরিয়ে দিয়ে বিদায় নিলো। তবে খেলা এখানেই শেষ নয়। আকাশ আর মাটির মধ্যকার তৈজসপত্র আগুনে পুড়িয়েও সোনার খাসা বানানোর সম্ভাবনা তৈরি করে। করোনার টিকা আবিষ্কার মানুষের মেধা গবেষণার ছাইপোড়া সেই রকম অর্জন তাও বিশ-বিশে। অদৃশ্যের সাথে এযেন এক অসম যুদ্ধে লিপ্ত মানুষ।

পূর্ববর্তী নিবন্ধনতুনভাবে বাঁচার আশায়
পরবর্তী নিবন্ধনতুন বছরে প্রত্যাশা