সার বা প্রাকৃতিক গ্যাস তৈরি করা যায় কিনা গবেষণার আহ্বান

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

চসিক ও ইউনিসেফ চট্টগ্রামের উদ্যোগে সাতদিনব্যাপী চলা নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত ১৮-২৬ জুলাই নগরীর স্টেশন রোড একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনারগণ উপস্থিত ছিলেন। এভাবে নগরীর ৪১ ওয়ার্ডের প্রায় ৪০০ জন প্রতিনিধি এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৫৫ জন কমিশনার পয়ঃপর্জ্য নিয়ে তাদের মতামত উপস্থাপন করেন। এতে চসিক ও ইউনিসেফ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় নগরীর পয়ঃবর্জ্য নিয়ে সচিত্র প্রতিবেদনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এছাড়া উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের পয়ঃবর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা হবে সেটি নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। বক্তারা বলেন, পয়ঃপর্জ্যের সঠিক নিষ্কাশন ও প্রক্রিয়াজাত করে তা কৃষিক্ষেত্রে ব্যবহার উপযোগী সার তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। সনাতন পদ্ধতিতে সেফটিক ট্যাংক পরিষ্কার না করে আধুনিক পদ্ধতিতে পরিষ্কার করার পরামর্শ দেন তারা। এছাড়া সেফটিক ট্যাংক পরিষ্কার করে তা নালা নর্দমায় না ফেলে সিটি কর্পোরেশনের ভ্যাকুয়াম গাড়ির মাধ্যমে সংগ্রহ করে তা শোধনাগারে পাঠানোর উপর জোর দেন। মানব সৃষ্ট এই বর্জ্যকে প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করা যায় কিনা তা নিয়ে আরও গবেষণা করার পরামর্শ দেয়া হয় সভা থেকে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পাড়া মহল্লায় ছোট ছোট উঠান বৈঠক কিংবা ভলান্টিয়ারদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে মত দেন আলোচকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিট পুলিশিং সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আইডিইবির সভা