ডলারের মূল্য দ্রুত বৃদ্ধির প্রেক্ষিতে খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মইনুল ইসলাম সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ডলারের সংকট দেশের সার্বিক অর্থনীতিতে মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি বাড়বে। আমদানি ব্যয় বেড়ে যাবে। মানুষের কষ্ট বাড়বে। তিনি ডলারের এই সংকট দেশের স্বাভাবিক জীবনযাত্রায় বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রেও সরকারকে সতর্ক থাকতে হবে। বেহিসেবে ডলার বিক্রি করা যাবে না। আবার ডলারের দাম এভাবে লাগামহীনভাবে বাড়তে দেয়াও ঠিক হবে না। তিনি সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দেয়ার আহ্বান জানান।
প্রফেসর মইনুল ইসলাম বলেন, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া ও আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। রেমিট্যান্স প্রবাহ সহসা ঠিক হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই ডলারের এই উর্ধগতি আরো কিছুদিন থাকবে। এ সময় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে পার করা না গেলে সংকট আরো প্রকট হবে। তিনি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
প্রফেসর ড. মইনুল ইসলাম ডলারের উর্ধগতির অভিঘাত থেকে দেশের মানুষকে রক্ষা সরকারের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে যাচ্ছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, দ্রব্যমূল্য এমনিতেই চড়া, ডলারের এই সংকট দ্রব্যমুল্যকে লাগামহীন করে তুলবে। এ অবস্থায় সবাইকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।