আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে দেশ বিদেশ থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে বলে দাবি করেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম। তিনি বলেন, বিএনপি জনগনের দল, শক্তিতে বলিয়ান। বিএনপি’র একটাই লক্ষ্য ছিল, জনগণের অধিকারকে ফিরিয়ে দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে হবে।
তিনি গত সোমবার বিকেলে নগরের কোতোয়ালী থানার বদরপাতি, বক্সির হাট, জেল রোড ও লালদিঘীতে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন। হযরত শাহ আমানত (র🙂 দরগাহ মসজিদ থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করে বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ওসমান গনি, প্রশান্ত কুমার পানডে, আবদুর শুক্কুর, বাপ্পি পান্ডে, নুর উদদীন সোহেল, এম এ হাসনাত, হাজী মোং মহসীন সিরাজুল ইসলাম, আব্বাস উদদীন, আবদুল মান্নান আবু তাহের,নগর যুবদলের সহ সভাপতি মুজিবুর রহমান, মোঃ আলি, আনিস, আনু মিয়া বাবুলআহমেদ বাচ্চু, আজাদ, শাহ নেওয়াজ হাসান, মানিক, লিটন, আজাদ, মোঃ আলমগীর, আজাদ, শাহজাহান, মাহবুব, আলমগীর, রুবেল, ইউনুস ও রমজান আলী।












