সার্চ ফলাফলে ‘গিটার টিউনার’ ফিচার জুড়লো গুগল

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

ডিজিটাল এ যুগে অনেকটাই সহজ হয়ে এসেছে গিটার টিউন করা। স্মার্টফোন অ্যাপ বা গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে চাইলেই সামনে হাজির করা যাচ্ছে গিটার টিউনার। এবার পুরো বিষয়টিকে আরও এক ধাপ সহজ করলো গুগল, নিজেদের সার্চ সেবার মধ্যেই ‘ ক্রোমাটিক টিউনার’ যোগ করে দিয়েছে সেবাটি। গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশকে নতুন সার্চ ফিচারটির ব্যাপারে জানিয়েছে। মার্কিন এ সার্চ জায়ান্টের দাবি, প্রায় সব ডিভাইস থেকেই প্রবেশ করা যাবে তাদের গিটার টিউনারে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, সার্চ অপশনে শুধু ‘গুগল টিউনার’ লিখলেই ফলাফল পেইজের প্রথমে মিলবে টিউনারটি। এরপর নিজ ডিভাইসের মাইক্রোফোনের মাধ্যমে ফিচারটিকে বাদ্যযন্ত্রটির আওয়াজ শোনার ব্যবস্থা করে দিতে হবে। ফিচারটি এ সময় ব্যবহারকারীর অনুমতি চাইবে। খবর বিডিনিউজের।
ফিচারটি বাদ্যযন্ত্রের টিউন ঠিক আছে কি না, বা ভিজুয়াল ইন্ডিকেটরের মাধ্যমে তা ঠিক করতে হবে কি না, সে ব্যাপারে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন বলছে, ফিচারটির কার্যকারিতা নির্ভর করবে ডিভাইসের মাইক্রোফোনের উপর। কিছু ডিভাইসের জন্য ব্যবহারকারীকে হয়তো জোরে বা ডিভাইসের খুব কাছে এনে বাজাতে হবে বাদ্যযন্ত্রকে। এ সেবার ক্ষেত্রে কম্পিউটারের চেয়ে ভালো কাজ করবে স্মার্টফোন।
নতুন বিল্ট-ইন গুগল টিউনারটি সার্চ ইঞ্জিনের অন্যান্য সঙ্গীত সংশ্লিষ্ট ফিচারের সঙ্গেই যুক্ত হচ্ছে। এ ধরনের ফিচারের মধ্যে রয়েছে ‘হাম টু সার্চ’ এর মতো ফিচার যা মাথায় ঘুরতে থাকা গান খুঁজতে দেয় ব্যবহারকারীদের।

পূর্ববর্তী নিবন্ধকম্পিউটারের গতি বাড়াবেন যেভাবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২