সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির মাসিক সভা গত ২৯ মে নগরীর জিইসির মোড়ে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিক নূর মোহাম্মদ রানা, সিনিয়র সহ-সভাপতি এস এম আজিজ, লায়ন আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মো. শরীফ হোসাইন, লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, এমদাদুল করিম সৈকত, সাংবাদিক আবছার উদ্দিন অলি, অ্যাডভোকেট প্রতাপ পাল, অর্পণ কুমার ধর, অরূপ বড়ুয়া, সালমা বেগম, মো. জাহিদ হোসেন, মো. বকতিয়ার হোসেন, মো. সালামত আলী, মোহাম্মদ বাপ্পী, মো. আলমগীর, এইচ. এম তানভীর, কেফায়েতুল্লাহ কায়সার, আমিরুল কবির তুহিন, সাহিদ এমরান শিসু, মো. আশরাফ আলী, মো. শাহ্ আলম, মো. ইমরান প্রমুখ। সভায় এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ, সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে প্রশিক্ষণ কর্মশালাসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।