সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা গত মঙ্গলবার সকাল ১১টায় নগরীর চেরাগী পাহাড়স্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আবছার উদ্দিন অলির পরিচালনায় এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ, মো. সেলিম নুর, মো. আলী হোসেন, নেছার আহমেদ খান, আওরঙ্গজেব খান সম্রাট, সাংবাদিক রোজী চৌধুরী, মানবাধিকার সংগঠক সালমা বেগম, মোরশেদ আলম, মো. শাহ আলম, নীলিমা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।