সার্কিট হাউস থেকে জিয়া যাদুঘর সরিয়ে ফেলা হবে : তথ্য প্রতিমন্ত্রী

‘বেগম জিয়া চিত্রনায়িকা হতে চেয়েছিলেন’

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে চলা যাদুঘর সরিয়ে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোন জাদুঘর জিয়ার নামে থাকতে পারে না। তাই চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে চলা যাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে। গতকাল চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শন শেষে বেতার ও তথ্য মন্ত্রণালয়াধীন অধিদপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বলে পিআইডি’র সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র হতে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরে যে যন্ত্র হতে বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা পুনরায় পাঠ করেছিলেন, সে যন্ত্রটি জিয়া স্মৃতি জাদুঘরে সংরক্ষিত আছে। সে যন্ত্রটিকে পুনরায় কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে যথাস্থানে পুনস্থাপন করা হবে। এ বিষয়ে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রয়েছে।
এর আগে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিএফডিসির জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন করেন তিনি। পরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখায়িত করে বলেন, বেগম জিয়া (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া) কি তার স্বামীর বিচার চেয়েছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিদেশের মাটিতে বসে আছে কুলাঙ্গার তারেক। ওরা তো এ বাংলার সন্তান না, তাদের জন্ম পাকিস্তানে। যারা বেগম জিয়াকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই স্বপ্ন ভুলে যান। যারা দালালি করছেন, তারাও সাবধান হয়ে যান। খুনি জিয়ার পরিবারের পক্ষে দালালি বন্ধ করুন।
বেগম খালেদা জিয়া চিত্রনায়িকা হতে চেয়েছিলেন জানিয়ে ডা. মো. মুরাদ হাসান বলেন, বেগম জিয়ার তো চিত্রনায়িকা হওয়ার কথা ছিল। দিনাজপুর থেকে বেগম জিয়া এফডিসিতে আসেন। তার বাবা আবার তাকে নিয়ে গেছে। তাকে নায়িকা হতে দেয়নি। এ বেগম জিয়া হইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশে খুনের ইতিহাস যারা তৈরি করেছে তাদের বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে ইনডেমিনিটি জারি করা জিয়াউর রহমান ও মুশতাকদের বিচার এখনো পর্যন্ত হয়নি। জিয়া পরিবারের মরণোত্তর ও যারা এখনো বেঁচে আছে কুলাঙ্গার তারেক জিয়াসহ তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এদের বিচার বাস্তবায়ন করতে আমার মতো শত শত বঙ্গবন্ধুর সৈনিক প্রস্তুত।
ডা. মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সোনার মানুষ দরকার। এখানে সবাইকে সোনার মানুষ হয়ে থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ যেন আমরা বুঝি। বঙ্গবন্ধু কন্যার সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি অনেক ভালো কাজ করেন, আমি জানি। আপনি অনেককে দৌঁড়ের ওপর রাখছেন। কিন্তু একটা কথা, বেশি ঠেইলেন না। বেশি ঠেললে ফাউল হয়। আপনি আমার কাছে ফাইল পাঠান, দুই বছর নয় মাসে কি কাজ হয়েছে ফাইল পাঠান, আমি একটু দেখি।’
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ এষ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন খান, উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এলাকায় গাছের চারা রোপণ করেন। পরে তিনি টেরাকোটায় নির্মিত বাংলাদেশের ইতিহাস সম্বলিত ম্যুরাল পরিদর্শন করেন এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন করেন।
বেতার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, আবাসিক প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ্বাস এবং উপ-বার্তা নিয়ন্ত্রক জাকির হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লাখ ছাড়াল রোগী
পরবর্তী নিবন্ধসিবিএ নেতাসহ ১০ কর্মচারীর সংযোগ খুঁজছে দুদক