চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সার্কিট হাউসে বসে সরকারী মন্ত্রী-এমপিরা কেন্দ্র দখলের পাঁয়তারা চালাচ্ছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে যেভাবে মন্ত্রী-এমপি হয়েছে, ঠিক সেই ভোট ডাকাতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় তার হীন ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী মন্ত্রী-এমপিরা।
তিনি গতকাল শনিবার নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি বলেন, আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, চসিক নির্বাচনে শান্ত চট্টগ্রামের পরিবেশকে অশান্ত করবেন না।
২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর প্রার্থী এসএম জামাল উদ্দীন জসিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির ছিলেন এসএম সাফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মনজুর আলম মনজু। আরো উপস্থিত ছিলেন সেকান্দর, বাদশা মিয়া, জাহিদ হোসেন, কামরুন নাহার লিজা, নুর উদ্দিন সোহেল, আবু জাফর লক্ষি, সেলিম খান, আবদুস সবুর আকবর, আবদুর রহমান, আব্দুর রহিম, সৈয়দ রাজিবুল রানা, ইমরান হেসেন বাপ্পি, শেখ ইয়াসিন নওশাদ, সজল বড়ুয়া, আবু সৈয়দ রিকুু, রাসেল হাসান, মোহাম্মদ এমরাজ, সাদ্দাম, তাজুল আলম রিংটু, মোহাম্মদ নুরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।